কদিন থেকে দূষণহীন আকাশ!
আর সন্ধ্যার অবসরে আজ যে
চাঁদকে চেয়েছিলাম কাছে___
খুব কাছে আপন করে পেতে!


হঠাৎ এলো এক দমকা হাওয়া!
কালবৈশাখী হবে বোধহয়।
হাওয়ায় এলোমেলো হয়ে গেল
আমার একান্তে কিছু চাওয়া!!!


বড়ো দুরন্ত ঐ পাগল হাওয়ায়
কেন যে মন হারালো অন্য মনে!
হঠাৎ শব্দ__ টুপ টুপ টুপ টুপ...
টিনের শেডে পড়ছে কচি আম!


ঝড়ের গানের সাথে বুঝি সঙ্গত!
এও কি কম পাওয়া, রিক্ত মনে!
হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে
আমি , জলসা শুনে ফেলেছি...


বন্দীত্ব ভুলে গিয়ে এক ঝটকায়
মনটা মুক্ত হোলো এই সন্ধ্যায়।।