অভিমানী চাঁদ ঢেকেছে মুখ
চন্দ্রগ্রহণ কালে।
সরসী আকূল হ'ল তবু
দেখতে সে চাঁদমুখ!
পৃথিবীর দোষ কিছু ছিল না
প্রাকৃতিক নিয়মে!
তাই তো সে দাঁড়িয়েছিল
চাঁদ আর সূর্যের মাঝে!
চাঁদ রাগ করে ভাবে,
কিসে বাধা পেল তার কিরণ!
ভুল ভেঙে দিয়ে পৃথিবী
সরে গেল ধীরে,নিয়ম মেনে!
আলোয় ভরে চাঁদ
এলো ফিরে  সশরীরে,
সেই বিশেষ পূর্ণিমার রাতে!
সরসীর আরশি
দেখলো সে চাঁদমুখ আবার!