মধুর চাঁদের মোহ অলক্ষ্যেতে হাসে!
রূপের রুপোর থালি ঐ যে শশধর!
কে যেন রেখেছে তারে রাতের আকাশে।
মধুর চাঁদের মোহ অলক্ষ্যেতে হাসে ।
পোড়া রুটি খোঁজে কেউ খিদের তরাসে।
কারে দেবে রুটি সে, কারে বা চন্দ্রহার!
মধুর চাঁদের মোহ অলক্ষ্যেতে হাসে!
রূপের রুপোর থালি ঐ যে শশধর!