পূর্ণিমার চাঁদ সুন্দর, আকাশে।
কেন চাও তাকে তোমারই পাশে!


এক বুক জোছনা নিয়ে যখন
সে শেখায় ভালবাসার মরণ,
অনুভবে পাও না কি তাকে কাছে!
চোখ বুজে সাড়া নিও, ঘুম সাঁঝে।


আটপৌরে চাঁদ ঘন হয় রাতে,
জলের কাঁপনে মন আরশিতে!  
সত্যি কাছে এলে প্রেম যে হারাবে।
থাক্ না বুকে ভালবাসা, নীরবে!


ভরা জোছনায় সে জ্বালা ধরায়!
কবি যে পাগল হয় কাব্য সুধায়!