চারটি চারা


(১)
দোয়েল শিসে,
দিনের দিশে,
পূবের রবি ভাসে।


(২)
পলাশ মাখে
ফাগুন ফাগে;
বসন্ত রাগ জাগে!


(৩)
বাদল দিনে
মেঘের গানে,
বিরহ কান্না আনে!


(৪)
রসিক জানে
জীবন মানে,
কাব্য হাঁড়ির কোণে।