চট জলদি ষট্


        (১)
দিন যাই যাই,
রবি তোলে হাই
আকাশ নদীর কোলে।


         (২)
মাছি লোটে মৌ,
ঘাটে কাঁদে বৌ!
কলসী ভুবলো জলে ।


         (৩)
বাণ আসে ওই,
নায়ে মাঝি কই?
ভেসে যায় নাওটিও।


         (৪)
চিনি পাতা দই,
তাতে মাখো খই,
সঙ্গে আমটা দিও।


        (৫)
রাতে তারা জাগে
আঁধার সোহাগে,
রবি আলোক ওপারে!


       (৬)
আঁধার সরাতে
অমল প্রভাতে
নতুন আলো দুয়ারে।