মেঘ জমেনি তবুও আঁধার!
কলজে ছুঁয়ে উঠল চাঁদ!
আড়াল কথা চুপিসারে
বৃষ্টি এনে কাঁদায় আকাশ!
অতীত নামে এক ছুটে...


আরশি, তুমি মন দেখেছ?
মেঘ পেয়ালায় বৃষ্টি সুখ?
দেখেছ কি চার দেয়ালের
হাজার তারা কেমন করে
চোখে সাজায় জলছবি!!!


বৃষ্টি নামুক! সোঁদা মাটির
গন্ধ আনুক সুখের স্মরণ!
উদাসী ঐ বাউল বাদল
অনুভবে ভরিয়ে তুলুক
পাপড়ি ছেঁড়া গোলাপ বুক!