অনেকবার অসুখ করেছে তোমার।
যথারীতি সুস্থ হয়ে উঠেছো আবার।
নতুন আলোয় সাজিয়েছ এ সংসার।
এ সত্য জেনেও আজ কেন মুখ ভার!
তবে কি দ্বিধা আছে সংসার ভাঙ্গার!


সাজানো প্রতিটি ঘর তছনছ আজ!
মহামারী নিয়েছে অতিমারীর সাজ।
এখনও চেনোনি কোন সে ধড়িবাজ!
অদৃশ্য থেকে মানব দেহেই বিরাজ...
কতকাল আর খুঁজবে আড়াল খাঁজ!


মনের বাগানে যে সুখ-কুঁড়ি ফোটেনি,
লিখে রেখে যাও সেই সমস্ত কাহিনী।
ছায়াপথে এককোণে এক অভিমানী
নিয়ে অতিমারী কাটায় দিন- যামিনী!
স্বাক্ষর রেখে যাবেই মহাবিশ্বে জানি।।