আদাড় বাদাড় ঘেঁটে
কলম-ডগায় কাগজি কথা।
আঁকশি দিয়ে পাড়া
ছেঁড়া ঘুড়ি, লটরপটর...
মেঘের বুকে সুয্যি নিভু নিভু ।
আকাশ জুড়ে পুঁই মেটুলি রঙ।
ঘেমে নেয়ে একসা
মুঠোয় ধরা বকুল ফুল!
আস্তাকুঁড়ে মাতাল হলো ঘ্রাণ!
কাগজি কথার অভিমান!