আবহমান কাল ধরে চেয়েছি তোমায়।
বকুল হতে চেয়েছিলাম,
তুমি স্বপ্ন হাত বাড়াওনি।
এতো অপমান করো, তবু রয়ে যেতে চাই।


শিখর থেকে শিখরে তোমার চলাচল।
আরো উচ্চ, আরও উন্নত।
আকাঙ্খার মন জানে না,
এক অর্ণব ভালবাসা পড়ে রয়েছে পদতলে।


শিখর ছোঁয়ার স্পর্ধা দেখায়নি ঊর্মিমালা।
সয়েছে অবহেলা।
তবুও তার মন রেখে,
যাবার বেলায় সাজিও তারে, শেষ চুম্বনে,!