সেই কবে থেকেই তো
পৃথিবীটা টুকরো টুকরো...
থৈ থৈ জলে দোলে
ভাসমান ডাঙা।
ধীরে ভাগ হয়ে গেল মাটি,
যে যার অধিকারে...


অধিকারের লড়াই আজও...
রক্ত ঝরিয়ে আজও ভাগ হয়
আদরের পৃথিবী!
ভাগ হয়ে যায় ভালবাসা!
হারায় মানবতা!


ছোট হতে হতে
একান্নবর্তী পরিবার আবদ্ধ
দু কামরার গণ্ডিতে।
অবিরাম সহ্য করতে থাকে
এই পৃথিবী...
টুকরো থেকে টুকরো হয়
এখনও।