(১)
ধ্বংসের বুকে সৃষ্টির অঙ্কুর, এক প্রতিবাদী সুর।।


(২)
শিমুল, পলাশ পথে শুনি, বসন্তের পদধ্বনি।।


(৩)
অহঙ্কার বিষম অলঙ্কার, ভার বহা দুষ্কর।।


(৪)
সিঁড়ি ভাঙা অঙ্ক, ঘরে রাখা টঙ্ক!


(৫)
বিভেদ কেন থাকবে মনে, ধর্ম নামক আস্তরণে।।


(৬)
সুখ দুঃখ সমান হলে, জীবন খাতায় হিসাব মেলে।।