যে নামেই তুমি
বিকশিত হও না কেন
বিশ্বজোড়া
তোমার রূপের স্তুতি!
তোমার হাসিতে
ছড়িয়ে পড়ে হীরক দ্যুতি!
তুমি যে সুন্দর!


তুমি নির্বাক ___
তাই বিদ্রোহ নেই মনে
কারো ধিক্কারে তুমি
ছিন্নভিন্ন
পদদলিত হলেও
নেই প্রতিবাদ অভিমানে!
তুমি অনিন্দ্য সুন্দর!


তোমার প্রেম সর্বত্র!
তোমার সান্নিধ্যে
মুঝে যায় যত বিদ্বেষ!
যুদ্ধও বুঝি থামে
তোমার বিনিময়ে।
বিরোধী দেশ হয় স্বদেশ!
তুমি  সুন্দর তাই..


তুমি সুন্দর সর্বকালের!