শয়ে শয়ে পুড়ছে কোভিদ শব!
অগ্নি শিখায় চিতার কলরব!
একটু দূরে অনুভবে পরিজন,
ব্যথার বুকে বিভীষিকার ক্রন্দন।
অতিমারী যে খেলা খেলছে ভবে,
কার পালা আসবে এবার তবে!
কী এক আশঙ্কায় যে দিন গোনা!
বিধাতা শোনে না জীবন প্রার্থনা।
চিতার আগুন জ্বলবে যতদিন!
বাঁচার আশা হচ্ছে ক্রমে ক্ষীণ!