বছর শেষে ভোরের আলো
টুকরো মেঘের সাজে ..
অশ্রুকণা লুকিয়ে  চোখের
লুকোচুরি খেলা।
একটু পরে খাঁ খাঁ রোদে
ক্লান্ত চোখ দেখে __
ত্রস্ত ঘুঘুর বাসা বাঁধার ধূম!


চৈত্র শেষের কালবোশেখ __
লুকোয় মনের ত্রাস!
ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড়
চড়ক তলার গাজন লোভ!
একই রকম মনটা ___
বুড়িয়ে গিয়েও বুড়ো আঙুল!
মনটা জ্বালায়__


দুপুর আলাপন...
লোডশেডিং এর হাতপাখা!
রোদে পোড়ে কুলের আচার!
হিসেব থাকুক __
মেঘলা দুপুর ক্ষণে
পোড়া মনের নাড়া!
কবে কালবৈশাখী ঝড়?


সিঁদুর মাখা ঘট, আমশাখা
পুজোর ব্যস্ত হালখাতা।
ক'দিন পরই
আসবে বোশেখ ঠিক!