আমার খাতায়
এঁকেছিলাম একটি চোখ!
দ্বিতীয়টি আঁকতে গিয়েও
আঁকতে পারিনি।
চোখে জল এসে গেল তখনই।
দেখি আঁকা চোখটিতেও
জল ভরে গেছে কখন!
এ চোখ কি আমার সৃষ্টি!


না তো!
আমি তো চেয়েছিলাম
হাস্যজ্জ্বল দুটি চোখ আঁকতে ;
যে চোখ ভুবন ভোলায় ___
যে চোখ পাগলপারা ___
যে চোখ দুটিতে থাকে প্রেম!
মানবতার কথা বলে
নির্মল পৃথিবী গড়ে যে চোখ!


কেঁপে উঠল
আমার তুলি ধরা হাত...
দ্বিতীয় চোখ আর জাগলো না।
পৃথিবীর যত ব্যথা নিয়ে
জলে ভেজা ঐ একটি চোখই
রয়ে গেল খাতায়।
অন্যটিকে সযত্নে রেখেছি
হৃদয় খুঁড়ে!!