আঁধারে তো ভালোই ছিলে...
চকমকির খোঁজে পাহাড় ভাঙা!
চুরচুর পাথর গুঁড়ো;
টুকরো হীরের ঝলকানি...


লাউডগা তরতরিয়ে ছাদে ;
আকর্ষের দোলনে গা হিম করা নিঃশব্দ ভাষা!
কঞ্চিকে জড়ায় আষ্টেপৃষ্ঠে!


সূর্যটা আড়াল হলেই __
চাঁদের আলো অহঙ্কারী হয়ে ওঠে!


বোকা মনটা বিদ্রুপকে 'ভালবাসা' ভাবে।