সংসার নামক এক চক্রব্যুহে
ঘুরতেই থাকি।
নিস্কৃতি নেই।
বেরোবার পথ খুঁজে ফিরি!
তখনই__
শিরদাঁড়াটা আর
সরলরেখায় থাকতে চায় না।
কোমর ভেঙে
হাত পা গুটিয়ে শামুক হই!
খোলসের মধ্যে ঢুকে
নিজের অক্ষমতা ঢাকি...
আলোর খিদে নিয়ে
শুঁড় বেরিয়ে আসে আপনি।
অঙ্কটা মেলাতে চেষ্টা করি।
মেলে না কোনোদিন।
চক্রব্যুহ থেকে
বেরোবার রাস্তা তাই
কোনো দিনই পাওয়া যায় না।