কোকিল চেনে কাকের বাসা।
চড়ুই খোঁজে ঘুলঘুলি ।
এ গাছ ও গাছ নেচে বেড়ায়
টুপি পরা বুলবুলি।


বাবুই - বাসা দেখতে খাসা।
দর্জি পাখি টুনটুনি ।
ভোর  হতেই চোখ খুলে যায়
দোয়েল পাখির গান শুনি।


হলুদ-কালোয় 'বেনে বৌ'টা
আড়াল থেকে গান শোনায়।
মধুর লোভে  মৌটুসি , ওই
ফুলের কোলে ঠোঁট ফোটায়!


ছাতারেরা ঝগড়ুটে খুব,
কেবল করে ভাব আড়ি!
সাঁঝের মুখে পানকৌড়ি
আকাশ পথে দেয় পাড়ি!


হরেক পাখির কাণ্ড কতই
মুগ্ধ যে করে আমায়!
গুটি কয়েক  পাখির কথা
দিলাম লিখে এই ছড়ায়!