অস্পষ্ট দুটি মন
মুখোমুখি অপলক...
উদাসী চোখ  কি যেন খোঁজে
বৃদ্ধ সেতুবন্ধের পাটাতনে!
শ্রাবণের চুক্তি- সাক্ষরে
ভিজেছিল দুটি পাতা!
অটুট থাকবে বৃন্ত বৃক্ষ শাখায়,
এইটুকু আশা!


শুকনো ফুলমালার সুবাস
জড়িয়ে আছে সেতু, আনমনে!
ঝরে যাবার আগে,
আবেশিত দুটি হলুদ পাতা
শেষ শ্রাবণের এই দিনে__
শুধুই মুখোমুখি.....


শ্রাবণ ধারা ঝরে নির্বিকার!!