যে কথা জানি তোমার চুপ-কথা!
কদম গন্ধে ভরে দেয় বাদল-মন!
হয়তো সে যে আমার মন-ব্যথা!
যে কথা জানি তোমার চুপ-কথা!
উদাসী বরষা আঁকে নক্সী লতা!
উড়ো মেঘ চিঠি লেখে অকারণ!
যে কথা জানি তোমার চুপ-কথা!
কদম গন্ধে ভরে দেয় বাদল-মন!