দীপ নিভে গেছে মম
(অ্যাক্রোস্টিক কবিতা)


দীপ হয়ে চাঁদ জ্বলেছে আকাশে,
পরবাসে সাঁঝ যখন বিলাসে!
নিশীথিনী এলো তারা মালা গলে,
ভেজা ঘাসে কথা নীরবে হারালে!
গেছে যে দিন হারিয়েই কি গেছে?
ছেয়ে যায় বিলাস যা ভাবি  মিছে।
মমতার দীপ জোছনা চাদরে!
মধুময় স্মৃতি ভাসলো আদরে!