নির্বাসন দিলেও
বিষ পান করবো না আমি!
বোলো না ওষ্ঠে
আঙুল ছোঁয়াতে এখন!
নীরবতা ভালো লাগে না!


চাই না, চাই না__
ধ্রুবতারা মেঘে ঢেকে যাক্।
ঢাকতে চাই না "সত্য"!
রুদ্ধ করো না
আমার কন্ঠস্বর!!


ধ্বংসের মধ্যে থেকেই
যেমন সৃষ্টির অহং জাগে,
তোমাদের যথেচ্চারে
দেশলাই জ্বালতে
শেখালো আমার অহঙ্কার!


আর প্রতিবাদ নয়
প্রতিরোধ গড়ে তুলবো
শক্ত মনে।
তোমাদের চালে
তোমাদের জালে
নিজেকে হারাবো না আর।
নিজেরা জ্বলবো না,
জ্বালিয়ে খাক করে দেব
তোমাদের আত্মাভিমান।


যখন একা হয়ে যাবে
আমরা আর কাঁদবোনা,
তোমাদের জন্য।
কাঁদতে হবে তোমাদের।।
নির্বাসিত হবে তোমরা।
বিষ পান করতে
বাধ্য হবে লজ্জায়!!!