দেশের কথা ভেবে মরি, করি নেতাগিরি!
দ্রোহে মানুষ ফুঁসছে, তবু কি আর থামি?
দশের টাকা চুরিতে আঁটি ফন্দি ফিকিরই।
দেশের কথা ভেবে মরি, করি নেতাগিরি।
চুরি করি, ধরা পড়ি, ওরা হোক ভিখিরি।
হলেই বা প্রতিবাদ আমি তো নামী দামী!
দেশের কথা ভেবে মরি, করি নেতাগিরি।
দ্রোহে মানুষ ফুঁসছে, তবু কি আর থামি?