একদিন__
দাম্ভিক সমুদ্রটা গজরাতে গজরাতে
আছড়ে পড়ল পাহাড়ের পাদদেশে।
ফেনিল দম্ভগুলো টুকরো টুকরো হয়ে
ছড়িয়ে পড়ল আশেপাশে।
মৌন পাহাড় হাসল একটু।
হায় সমুদ্র!
জানি না তুমি কি চাও!
তুমি কি চেয়েছিলে__
কঠিন পাহাড়কে তোমার লোনা জলে
ভিজিয়ে গলিয়ে একাকার করতে?
তোমারই সঙ্গে?
অথবা চেয়েছিলে
ফাঁপা ঢেউয়ের বিশাল ফনা তুলে
পাহাড়ের সমান হতে?
নির্বোধ সমুদ্র,
তুমি কি জানো না,
পর্বত শিখর হতে সৃষ্ট নদনদীর
সমন্বয় তুমি।
তুমি পাহাড়ের শিল্প।
শিল্পীকে গ্রাস করতে চাও?
এত দম্ভ তোমার!
না না ভুল বুঝো না কেউ।
ভালবাসা দিতে গিয়ে
গুটি গুটি পায়ে পিছোয় সমুদ্র।
কিন্ত পারে না।
আবার যায় ছুটে, ভাবে__
পাহাড়ের পাদদেশের উর্বর মাটির
কত ক্ষতি হয়েছে
তার কান্নার লোনা জলে!
ভাবে চলে যাবে দূরে,
পারে না।
বারবার আসে ফিরে।
আছড়ে পড়ে উদ্দাম ভালোবাসা
মৌন ভালোবাসার নিবিড় আকর্ষণে।
এ সমুদ্রের আত্মবিশ্লেষন,
প্রবল গর্জনের ভাষায়।
পাহাড়ের মুখে শুধু হাসি।