নীতি মেনে তারা আলাদা হাঁটে।
অবগাহনের একই স্রোত খোঁজে!
ছুটির ঘন্টায় নেই তো অরুচি।
একই সুরে জাগে নিশান ভেদে!


বন্ধ দপ্তর, তবু কাজ ঘরেই।
ঘন্টার হিসেব, তাই বেহিসাবি!
দিনটা আজ যাদের সম্মানে,
তাদের স্মরণে মহাভোজ চলে।


পতাকা শোভিত স্যালুট, মিছিল।
কালের গভীরে মৃত, রক্ত ঘামে।