সন্ধ্যের ঝোঁকে, দিক্ ভুলে,
এলোমেলো ডানা নেড়ে,
উড়ে এলো শালিকটা!
বসল, ছাদের কার্নিশে, মুখ উঁচু করে।
ঘাড় ঘুরিয়ে খোঁজ করল...
ঠিক কোন গাছে আজ ওর
রাত্রি যাপন লেখা!


আশেপাশের বড় গাছগুলোতে
সান্ধ্যকালীন কিচির মিচির...
অবস্থানের ভাগ বাটোয়ারা!!
কি যেন এক আতঙ্কে,
থরথর কাঁপন শালিকের।
হারিয়ে ফেলা সঙ্গীর জন্য???
বাসায় ছানা গুলো আজ না খেয়ে?
সঙ্গী কি পারবে, তাদের সামলাতে?


অনেকগুলো প্রশ্ন নিয়ে,
তবুও...
একা হলেও বাঁচতে হবে,
খুঁজে নিতে হবে নতুন আস্তানা!


এটাই ভবিতব্য!
নিয়ম, বিশ্ব চরাচরের!!