'চৈতি হাওয়ায় ভেসে,
হঠাৎ সেদিন...
বললে কাছে এসে,
চিনতে পারো?
আমি উদাস, তাকিয়ে -
তোমার চোখে...


অনেক দিনের চেনা..
মেলা ফুলের ভীড়ে,
ছিলে মধুর গুঞ্জরনে!
এ ফুল...
সে ফুল...
আত্মহারা সুখে!


নাম না জানা, বুনো ফুল,
চুপটি করে ছিলেম,
এককোণে।
কি করে রাখলে মনে,
এমন আনজনে?


তোমার উষ্ণ অধর,
আমার ললাট আলতো চুমে,
দিলে আমায় মান...
অশ্রুধারায় সিক্ত হলো,
আমার কপোল দুটি।


বুনো ফুলের অঞ্জলি নাও,
তোমার হৃদয় ভরে।
যেন রাখতে পারি, তোমার মান,
তোমারই হাত ধরে।