শুধুই বেঁধার জন্য নয়,
বজায় রাখতে অস্তিত্ব
মরুতে বাঁচে কাঁটা...


উড়িয়ে ধূলি ঝড় সংলাপে প্রলোভন!


বিভেদ যখন তুঙ্গে,
বাজুক পাঞ্চজন্য, অন্য ব্যঞ্জনায়!
টগবগ করে ফুটে উঠুক শোণিত।
হোক কুরুক্ষেত্র যুদ্ধের পুনরাবৃত্তি!
ছলনার যুদ্ধ নয়,অন্তরাত্মা
চিনুক নিজেকে...


কোথাও নারীর জঠর পূর্ণ হয়
অবাঞ্ছিত স্পন্দনে।
গমন একইভাবে ।
কুন্তীরা কাঁদবে না আর লজ্জায়।
ঘুরে দাঁড়াক কর্ণেরা সব!!!


জয় হোক সঠিক শৌর্যের..


সৃষ্টির আদি থেকে অন্তে,
ভীষ্মের শরশয্যায়,
ফুল ফোটে উৎসর্গের!!