লেখা হয়ে গেছে আবেদন পত্র।
ঠিকানা অবশ্য জানা নেই।
সঠিক চিঠি পৌঁছে যাবে পথ চিনে!
তবু, কোথায় যেন বাধা দিচ্ছে,
'যদি', 'তথাপি', 'কিন্তু' প্রভৃতিরা।
ওরা কি "মায়া"?
হতে পারে।
বাধ সাধাই যে ওর কাজ।


পুরোনো বাড়ির আনাচে কানাচে
মাকড়সার আঠালো জাল...
আষ্টেপৃষ্ঠে ধরে রাখতে চায় অস্তিত্ব।
কি লাভ?
খাঁ খাঁ অন্দরে স্তব্ধ বিরহী কবিতা!


দরখাস্ত লেখা শেষ!
শুধু অনুমোদন পাওয়ার অপেক্ষা।