ঝরা পাতা দেয়ালে আঁকা!
কিছু বাঁকা, আধশোয়া,
কিছু হেলে থাকা শূন্যতায়!
কেউবা নুয়ে
মাটির কাছাকাছি ।


ওদেরই একজন আজও
ঝুলছি মাঝামাঝি...
ত্রিশঙ্কু অবস্থায়!
ভীষণ মাটির টান অনুভবে।
অন্য টান শাখা প্রশাখায়...


শীত জড়িয়ে আষ্টেপৃষ্ঠে,
পাতা ঝরার কালে।
কেন অকারণ অসহায়!
কেন দ্বিধা এতো
ফিরতে মাটিতে!  চিরন্তন!


পিছুটান অন্তরে!
বুঝিনি, আমারই আঁকা
ঝরা পাতার ছবি হতে হবে!