দু পাঁচ কথা


(১)
জনম হাসায়, মরণ কাঁদায়,
ভেসে থাকা শুধু মাঝ দরিয়ায়।


(২)
না বলা কথায় দুঃখ পেলে
ধুয়ে নিয়ো তা চোখের জলে।


(৩)
হারানো প্রেম ফিরে এলেই
মিষ্টি লাগে আগের চেয়েই।


(৪)
বিপরীত দুই রঙ, রাত এবং দিন।
এক না থাকলে অন্যে অর্থহীন ।


(৫)
দুঃখ থাকলে সুখকে খুঁজি।
সমানে সমানে হিসেব বুঝি।