দুই পা ফেলিয়া
....................


(১)খোঁজ
-------------
পশ্চিমের রোদ গড়িয়ে গড়িয়ে
ভোর খুঁজে নেয়, রাত পেরিয়ে।


(২)বেতালা
---------------
মনটা যখন বাউণ্ডলে ক্ষ্যাপা,
চলার পথ তখন যে আ-মাপা!


(৩)সমাপ্তি
--------------
কীট জড়ালে উর্ণনাভের জালে,
মরণের জয় মায়ার এ জঞ্জালে!


(৪)অবচেতনা
--------------------
সমাজ চায় যে মানবতার আবরণ!
বিকৃত মনই ডেকে আনে তার পতন!


(৫)স্টেশন
--------------
প্রতিটি ছুটন্ত কর্মচঞ্চল জীবনের
প্রয়োজন একটি শ্বাস ফেলা উঠোনের।।