পৃথিবী ঝাড়পোঁছ করে ঘর,
প্রতি একশত বছর অন্তর ॥
আমরা করি যেমন,
উৎসব আসে যখন।
আবর্জনা সরিয়ে, শুভ মনে
ব্যস্ত হই উৎসব আয়োজনে।


একশো বছরে জাগে হুঁশ__
পৃথিবীর ধূলার নাম মানুষ!
মহামারীর ঝাঁটায়,
ধূলা করে বিদায় !
ছড়িয়ে নিঃস্বতার দীর্ঘশ্বাস,
এ কোন উৎসবের আশ!