আর উতলা হয় না কেন
আমার নদীর মন!
আগের মত ছড়ায় না কেন
আমার নবারুণের আলো!
তুমি বুঝি আর
মগ্ন হও না পাহাড়ের মত
নীরব প্রেমে।


সর্বত্রই দেখি শুধু দ্রোহ__


মাঝখানে উঠে গেছে এক
কাঁচের দেয়াল।
তোমাকে দেখি, শুধু দেখি।
ছুঁতে চাই, পারি না।
নদী তবু ছোটে আপন মনে।
সূর্য সকালে আলো ছড়ায়
প্রতিদিনের মতোই।


শুধু দেখি __
তোমার ঠোঁটে ঝুলে আছে _
এক অমায়িক হাসি॥