এখন খুব তাড়াতাড়ি
সন্ধ্যে নেমে আসে..
গোধূলি আসতে না আসতেই
সূর্য ডুবে যায় মাঠের কিনারে।
আমার দীর্ঘ ছায়া পড়ে
ঘাসের গায়ে।
ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
তারপর নিমেষে হারায়।


সন্ধের আলো আঁধারিতে
আমার মন আচ্ছন্ন হয়ে যায়।
খেলার মাঠ ফাঁকা হয়
আস্তে আস্তে...
গোলপোস্ট দুটো স্থির দাঁড়িয়ে,
একে অপরের দিকে তাকিয়ে,
একইভাবে....
দূরত্ব বজায় রেখে।


মাঠের কোনে দোলনাটা
এখনও দুলছে।
এইমাত্র কেউ ছেড়ে গেছে
দুলতে দুলতে।
দুলুনি ছন্দ আনছে মনে।
আমি কি কবি হয়ে গেলাম?


সবুজ ঘাস কালো হয়ে গেল ধীরে।
আমি এখনো হাঁটছি চক্রাকারে।
থামতে পারছি না।
আমার দীর্ঘ ছায়াটা খুঁজে পাচ্ছি না আর।
হাঁটতে হাঁটতে আমার গতি বাড়ল।
আমি ছুটছি, আমি ছুটছি...
পায়ে আমার বল।
গোও..... ল!!!


ফাঁকা মাঠে গোল দেওয়ার
আনন্দই আলাদা।
রাত নেমে এলো...
মাঝ মাঠে আমি বিজয় উল্লাসে!