একদিন নতুন করে,
তোমাকে হঠাৎ
আবিষ্কার করলাম
এক দূরপাল্লার ট্রেনে...
রাত গভীর...
মুখোমুখি দুটি বার্থে
তুমি আর আমি।
তোমার ঘুমন্ত মুখ যেন
ভাঙাচোরা এক দেবালয়!
অদ্ভুত কারুকাজে ভরা...


আলো আঁধারিতে মনে হ'ল
অশ্বত্থের শিকড় গুলো
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে
তোমার মুখমণ্ডল!!


আমি সারারাত জেগে
খুঁজে চলেছি দেবালয়ের
প্রবেশ দ্বার!
কি জানি হয়ত বা ঈশ্বর!
সন্ধ্যা প্রদীপ হাতে
অনেকদিন ধরে অপেক্ষায়!


ট্রেনের জানলা দিয়ে দেখি,
ঘন কালো আকাশে
চাঁদের উদয়...
অন্তরে জাগ্রত ঈশ্বর!
যা চিরসত্য প্রকাশ্যে অথবা
আড়ালে!


মনে হ'ল
তুমি জেগে উঠবে এখনি।
খুলে যাবে
দেবালয়ের বন্ধ দ্বার!!