আমার ঘরে
একটা আকাশ এঁকেছিলাম।
একদিন সেই আকাশে
উড়িয়ে দিয়েছিলাম 'মন'...
'ও' খুশিতে ভেসে গেল
বলাকার মতো পাখা মেলে।


বোঝেনি__
আকাশ আমার কংক্রিটের!
ঠোক্কর খেলো।
এখানে বাতাস নেই,
এখানে সূর্য ওঠে না...
দিশেহারা মন
চার দেয়ালের আঘাতে
বিক্ষত হলো।
পড়ে গেল মেঝেতে...
যেখানে আমার স্থবির পা
চিরদিনের মতো আটকে আছে।


আমার আকাশে মেঘ জমে না..
তাই অভিমান নেই,
অভিযোগও নেই।
রয়ে গেল খাঁচায়। একান্তে!
নিজেকে গুটিয়ে নিয়েছে
ওর পৃথিবীতে!


আর আকাশ ছোঁয়ার
স্পর্ধা দেখায়নি...