এমন কি হতে পারে না __
দুর্ দুর্ করে
তাড়িয়ে দিলাম দুঃখটাকে।
এমনও তো হতে পারে
'কাঙাল' সুখ কে
দিতে পারতাম কিছু
অনুগ্রহ!
তাহলে কি মনটা
ভরে উঠতো আশীর্বাদে!!
পূর্ণ হতো বৈভবে!!!
সুখ হাসতো আহ্লাদে...
অবশ্য তাহলে
একটুও ভাগ দিতাম না সুখ,
তাদেরকে __
যারা আমার থেকে কাঙাল।
তাড়িয়ে দিয়েছি বলে
'দুঃখ' অভিশাপ দিতো
আমার হিংসুটে মনকে।।
কী দরকার বাপু এসবের!
এই বেশ ভালো আছি।
নিক্তিতে না মেপে
ভাল থাকবো দুঃখ-সুখে...
ভাসবো স্বপ্ন দেখে...