আকাশ আজ ভারী
বিষন্ন এ বিরহ-বাতাসে।
তুমি কি আসবে না একবার
মলয়ানিল হয়ে,
বসন্ত দূতের ডানায় ভেসে!


যখনই নীরব হয়ে যাই
তুমি তো ঝঙ্কৃত হয়ে ওঠো,
তোমার স্বভাব সুলভ ছন্দে!
আজ কেন হারিয়ে গেলে
অতলান্ত অলিন্দে!


তোমার ওষ্ঠে থাকুক
বেঁচে থাকার গান!
তুমি আমার সমুদ্র স্নান!
তুমি যে আমার ছায়াপথ
অন্তহীন মহাকাশে!


এসো বিরহী!
মান ভেঙে এ শূন্য পাতায় ...
এসো এই আনন্দযজ্ঞে....
তোমার ওষ্ঠ একবার
স্পর্শ করুক আমায়....