চারিদিকে মৃত্যুর ছায়া...
তবুও এখনও
কোথাও কোথাও শাঁখ বাজে
সন্ধ্যা নেমে এলে...
এখনো পাখিরা নীড়ে ফেরে...
খুঁজে নেয়
রাতের যে যার আশ্রয়।


দুই গাছে দুই কোকিল
তারস্বরে ডাকছে
সন্ধ্যা ও রাতের সন্ধিক্ষণে!
ওরা বাসা বাঁধে না __
তাই তাড়া নেই ফেরার....
হয়ত সাথীহারা হবার ভয়ে
এই বাক্যালাপ!


ওরা যে মুক্ত বিহঙ্গ।
মাটি থেকে অনেক উঁচুতে
ওদের চলাচল...
ওদের অনেকের বসবাস!
ওদের সংগ্রামে এখনও নেই
মৃত্যুর বিভীষিকা!
করোনার ত্রাস!


এখনও মনের আকাশ,
লক ডাউনের নাগাল ছাড়িয়ে!


*** যখন লেখাটি লিখেছিলাম তখন জানতাম করোনা ভাইরাস বাতাসে বেশি উঁচুতে যেতে পারে না। শক্তি হারিয়ে ফেলে। এই মাত্র টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে যে করোনা ১৩ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে।
লেখাটির জন্য ক্ষমা প্রার্থনা করছি।