তুমি আর আমি
দাঁড়িয়ে যখন চৌকাঠে __
লাঠি হাতে খুঁড়িয়ে চলি
মনটা ঠাটেবাটে...


ফেরার জন্য
যখন সাজে শেষের রথ
হাতছানি-মন সবুজ মাঠ!
বুক চিরে সে রাঙা পথ!


তাই তো হারাই
লাল পলাশের নেশায়...
কিশোর প্রেম
খুঁজি প্রথম লজ্জায়!


ইচ্ছেডানায় উড়ি!
ছিঁড়ে ফেলি বাঁধন রশি!
হওনা তুমি আবার একুশ
আর আমি অষ্টাদশী!