তন্বী গোধূলির আজ গায়ে হলুদ।
ফুলের উপত্যকায়
নীল চোখ জলাশয় ঘিরে কাঁচের স্বর্গ!
নীরবতা ভঙ্গ করে কিন্নরী অলি ;
খিলখিলিয়ে হাসে...
পদ্মের বুকে বসে উন্মনা জল ফড়িং,
উদাস চোখে দেখে
চুম্বনরত হলুদ আলোকে!


এখনই একটা নিটোল কবিতা
আঁকা হয়ে গেল আকাশের গায়ে।
লজ্জাবতী গোধূলির মাথায়
ঘোমটা টেনে দিল আসন্ন সন্ধ্যা।
প্রজাপতি মন আবেশে মুখ লুকোয় লতার আঙিনায়।


গোধূলির হলুদ ভালবাসায় ভাসলো কবিতা।
একান্তে।