কতদিন
খালি পায়ে হাঁটিনি
সবুজ ঘাসে।
স্পর্শ নিইনি শিশিরের।
কতদিন শিউলি তলায়
কুড়োইনি
হলুদ বোঁটার ফুল!
পুজোর জন্য
গোলাপী স্থলপদ্ম
নিইনি দুহাত ভরে!!


বাদল বাতাস
বয়ে যায় যখন __
কামিনী ফুলের গন্ধে
ভরে ওঠে মন!
গন্ধরাজের গন্ধে যখন
ছেয়ে যেত উঠোন...
কিংবা সেই যে
নানা রঙের দোপাটী...
কতদিন হলো?
হিসেব রেখেছি কী!!


যা নেই আজ
কেন যে তার গন্ধ পাই!
স্পর্শ পাই অনুভবে।
আবেশিত হই ।
কী করে! কে জানে!
কেউ গন্ধদের চুরি করে
ভরে রেখেছে সিন্দুকে!
যা একান্ত আমার __
সে গন্ধ আটকাবে?
সাধ্য কার!!