কেন জানি না,
কালোর একটা মোহ আছে।
হয়ত অন্ধকারেরও!
গভীর অমাবস্যার মেঘলা রাতে,
ইচ্ছে করে অন্ধকার দেখতে!
জানলা খুলে দিই...
কোথাও এতটুকু আলো থাকে না।
অপরূপ নিকষ অন্ধকার!
কি যেন এক অমোঘ আকর্ষণ তার!
হাতছানি দেয় আমায়...
কি জানি, এটাই কি মুক্তির ডাক!


ইচ্ছে করে না, জানলা বন্ধ করতে।
মনের সঙ্গে হাতটাও অবশ হয়ে যায় যে।


তখনই...
অন্ধকাররা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ফোকর গলে!
গ্রাস করে,
আমার সাধের চৌহদ্দি!