এখনো জমানো মেঘ
হেলানো পাহাড়ের গায়ে।
দীপ্ত স্বপ্ন মহিমায়
গর্ভে নিয়ে যত হলাহল,
ধোঁয়াশা বাষ্পে আছড়ায়
পবিত্র নর্মদা....


শূন্যে মুক্তমালা শোভে দ্যুতির চমকে!


জমে থাকা বিগত সখ্যতায়
বাতাস চঞ্চল।
জলকণায় পরিস্ফুট শীতল কথারা!
হাজার বছরের হাঁটা পথে
এখনও উল্কাপাত,
হাত ধরাধরি করে নিকষ অন্ধকারে।


আজও জমানো মেঘ সরিয়ে
ওঠার অপেক্ষায় থাকে
আগামী সূর্য!