খোঁপায় চাঁপার ফুল,
কানেতে কদম দুল,
কন্যে যাবে জল আনতে,
আকুল নদীর কূল।


ঘাটের সোনা ব্যাঙ,
কাঁদছে ঝুলিয়ে ঠ্যাং।
মেঘ ডাকেনি বলে
গায় না ঘ্যাঙর ঘ্যাং।


বর্ষা রানীর মান,
মন করে আনচান ।
মেঘের দেখা নেই,
করবে না সে চান!


বাজিয়ে রুপোর মল,
কন্যে ফিরে চল।
ভীষণ তপন তাপে
নদীতেও নেই জল।