কিছু প্রতিবাদী মুখ জড়ো হয়েছিল রণাঙ্গনে!!
এক সবুজ অবুঝ মন ঘিরে ছিল দুরন্ত বিপ্লব।
খাতার ভাঁজে কিংবা মনে উড়ে আসা চিরকুট!
অজান্তে ছাপ ফেলেছিল মনের অন্য কোথাও!


আঠারোর উন্মাদনায়, লাল গোলাপ ছটফটে,
বাগিচায় বাগিচায়।লাল মিশে যায় প্রতিবাদে।
বাউল মন একতারায়, বোষ্টমীর রসকলিতে,
তুলসী-কাঠি মালায় অথবা সাদা স্বচ্ছ প্রেমে!


বিপ্লবে ও অন্য মনে তফাৎ ছিল কী সেদিন!!
ক্যাসুরিনার বনও বাঁচিয়েছিল  জীবনের মন্ত্র!
উত্তাল জন সমুদ্রের মুষ্ঠিবদ্ধ হাত চিনিয়েছিল,
রাস্তা একটাই। প্রেমই যে আগুন জ্বলা কলম!