একটা মানুষ
বদলে যায় চাঁদের পিঠে;
গোলাপ ফোটায় চরকাকাটা
রেশমি সুতোয়!


একটা মানুষ
শেষ পাতা হয়, ঝরার আগে ;
ন্যাড়া গাছকে আগলে রাখে
নরম বুকে!


একটা মানুষ
পাথর হয়,  পথের ভুলে ;
হারিয়ে খোঁজে মানবতা
এ সংসারে!


একটা মানুষ
বদলে যায় কোকিল ডাকে ;
বসন্ত নেই, তবুও আশায়
পদ্য লেখে!


একটা মানুষ
নদীর মতো বইতে জানে ;
বুকে নিয়ে আবর্জনা
মুক্তি আনে!


সেই মানুষটি
সবার জন্য সবার জন্য,
জয়ের ধ্বজা কাঁধে তুলে
একলা হাঁটে!