সেই পাখিটা এলো ফুল ফোটানোর  সুরে।
বসন্ত ফুল ফুটলো সেদিন সূর্য ওঠা ভোরে ।
বইলো নদী সুখে, জোয়ার ভাটার তোড়ে ।
চাঁদ সোহাগে ভরে গেল একটা রাত জুড়ে।


আকাশ নীলে সেই পাখি করত খেলা কত!
খেলা শেষে ফিরতো ঘরে নিজের খুশি মত!
দুঃখে সুখে বাঁধলাম আদর দিয়ে যত!
সোহাগে সারিয়ে দিল আমার বুকের ক্ষত!


সেই পাখিটা একদিন তো বড্ড চেনা ছিল।
আকাশ জুড়ে বৃষ্টি এলে ভীষণ কেঁদেছিল।
মেঘলা বুকে মুখটা গুঁজে ভালবাসা দিলো।
সেই পাখিটা একদিন কোথায় উড়ে গেল ।


হয়ত সে সুখেই আছে অন্য প্রেমের বশে!
আমি শুধু একলা রই চোখের জলে ভেসে!